প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বগুড়া সদরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাইশা মোহনা (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ৩ টার দিকে বগুড়া-লালমনিরহাট রেল লাইনে এ ঘটনা ঘটে।
কলেজ ছাত্রী শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মঞ্জুরুল রহমানের মেয়ে ও সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের শিক্ষার্থী। পরিবারসহ সে বগুড়া শহরের কাঠনাড়পাড়া এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম। তিনি জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোঁলচাপা এক্সপ্রেস চেলোপাড়া এলাকায় এসে পৌঁছালে মাইশা হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে তাৎক্ষণিক মৃত্যু হয়। অভিমান থেকে সে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছ। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।