খেলাধুলাফুটবল

বিশ্বে প্রথম মানুষ হিসেবে ইনস্টাগ্রামে ৫৫ কোটি ফলোয়ার রোনালদোর

মাঠে তাঁর ফর্ম নিয়ে যত সমালোচনাই হোক। সোশ্য়াল মিডিয়ায় রাজত্বের আরও একটা মাইলফলক গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

৩৮-এর ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ফুটবল জীবনের গোধুলীতে এসে পড়েছেন। কিন্তু তাতে কী! ইনস্টাগ্রামের দুনিয়ায় রোনালদোই সবার সেরা। দুনিয়ার প্রথম মানুষ হিসেবে ইনস্টাগ্রামে ৫৫ কোটি ফলোয়ার হয়ে গেল রোনালদোর। 

সোশ্য়াল মিডিয়ায় সিআরসেভেন ঠিক কতা জনপ্রিয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। আসলে খেলার মাঠে বর্ণময় কেরিয়ারের পাশাপাশি, যে কোনও হলিউড সেলেবদের চেয়েও বেশী রঙীন জীবন, বিতর্কের পর বিতর্ক, ছবির জগতে দারুণ স্বাচ্ছন্দ্যে-এই এতগুলো এক্স ফ্যাক্টার থাকায় লিওনেল মেসি (৪৩ কোটি ২০ লক্ষ ফলোয়ার), কেইলি জেনার (৩৮ কোটি), সেলেনা গোমেজ (৩৭ লক্ষ ৮০ কোটি) টপকে সবার আগে সিআরসেভেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button