স্ত্রীর হাতে মার খেয়ে গর্বিত মিঠুন চক্রবর্তী

আশির দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বলিউড ও টলিউড ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত প্রতাপের সঙ্গেই অভিনয় করেছেন। মন জয় করেছেন লাখো মানুষের। আর সেই অভিনেতা জানালেন স্ত্রী যোগিতা বালির হাতে মার খেতে হয়েছে তাকে।
অনেকদিন পর রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সে ফিরেছেন মিঠুন। এই শোয়ের মঞ্চেই সঞ্চালক অঙ্কুশ হাজরার উদ্দেশ্যে মিঠুন বলেন, সব গর্বিত পুরুষরাই স্ত্রীর হাতে মার খান। তিনি গর্বিত স্ত্রীর হতে মার খেয়ে। আর তিনি যদি বিষয়টি অস্বীকার করেন, তাহলে এপিসোডটি যখন টিভিতে দেখাবে তখন কে তার হয়ে স্ত্রীর হাতে মার খাবেন?
বেশ কয়েকমাস ধরে তুমুল চর্চায় মিঠুন। সম্প্রতি ‘প্রজাপতি’ সিনেমায় জনপ্রিয় তারকা দেবের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর সিনেমায় তাদের বাবা-ছেলের রসায়ন মানুষের মনে দাগ কেটে গেছে। পাশাপাশি দীর্ঘসময় পর বাংলা সিনেমার পর্দায় অভিনেতাকে দেখে খুশি দর্শকরাও।