খেলাধুলাফুটবল

অভিমান করে অবসর নিলেন রামোস

স্পেনের হয়ে জার্সি গায়ে ১৮০টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের পাশাপাশি ইউরো কাপ জয়ী দলের সদস্যও ছিলেন। যদিও কাতার বিশ্বকাপে দলে জায়গা পাননি তিনি। তবুও আশায় ছিলেন, হয়তো ফের ডাক পাবেন। কিন্তু বৃহস্পতিবার সকালে স্পেনের জাতীয় দলের কোচ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দলে আর প্রয়োজন নেই তাঁকে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন স্প্যানিশ তারকা ফুটবলার সের্জিও রামোস। বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্পেনের হয়ে আর কখনও মাঠে না নামার ঘোষণা দিলেন। রামোসের আচমকা অবসরের সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।

১৮ বছর বয়সে প্রথমে স্পেনের জার্সি গায়ে সবুজ ঘাসে পা রেখেছিলেন ৩৬ বছর বয়সী রামোস। সময়ের সঙ্গে সঙ্গে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়ে উঠেছিলেন। ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ানশিপের পাশাপাশি ২০১০ সালের স্পেন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ১৮ বছরে একাধিকবার দলকে যেমন অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন, তেমনই বহুবার নিশ্চিত পতন রোধ করেছেন। একাধিকবার স্পেনের অধিনায়কত্বও পালন করেছিলেন। দেশের হয়ে ১৮০ ম্যাচ খেললেও কাতার বিশ্বকাপে বয়সের কারণে তাঁকে দলে রাখেননি কোচ। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে স্পেনের বিদায়ের পরে ৩৬ বছর বয়সী ফুটবল তারকা আশায় ছিলেন, ফের মিলবে ডাক।

কিন্তু লিওনেল মেসি-কিলিয়ান এমবাপে- নেইমারের ক্লাব সতীর্থ রামোসের স্বপ্নভঙ্গ হয় এদিন সকালে। স্পেনের জাতীয় দলের কোচের এক কথাতেই আন্তর্জাতিক ফুটবল থেকে বুট তুলে রাখার সিদ্ধান্ত নেন রামোস। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দীর্ঘ এক পোস্টে তিনি লিখেছেন, ‘সময় চলে এসেছে জাতীয় দলকে বিদায় বলার, লা রোহাকেও। আজ সকালে আমি বর্তমান প্রধান কোচের কাছ থেকে একটি ফোন পেয়েছি। তিনি বলেছেন—আমি তার পরিকল্পনার অংশ নই, ভবিষ্যতেও হব না তা আমি যত পারফর্মই করি না কেন।ভারাক্রান্ত হৃদয়ে এমন এক পথের শেষ করছি—আমি আশা করেছিলাম, যেটা আরও দীর্ঘ হবে এবং আরও ভালো মুখে বিদায় বলতে পারবো। তা আর হলো না।’

এই বিভাগের অন্য খবর

Back to top button