ক্রিকেটখেলাধুলা

ক্রিকেটার সৌম্য সরকারের জন্মদিন আজ

আজ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের জন্মদিন। গত ১৯৯৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। আজ ৩০ বছরে পা রেখেছেন তিনি। তার এই শুভ জন্মদিনে বিডি২৪রিপোর্ট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গত ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সৌম্যর।

প্রথম ম্যাচে মাত্র ২০ রানে আউট হলেও দ্রুত তিনি সবার নজর কাড়েন। এখন পর্যন্ত ৫৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৩.৯ গড়ে ১৭২৮ রান করেন সৌম্য। টেস্ট ফরম্যাটে ২০১৫ সালের ২৮ এপ্রিল খুলনায় পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় এই তরুণ ব্যাটসম্যানের।

এখন পর্যন্ত ১৫টি টেস্ট ম্যাচ খেলে ২৯.২ গড়ে ৮১৮ রান করেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে সৌম্যর অভিষেক হয় ২০১৫ সালের ২৪ এপ্রিল, প্রতিপক্ষ পাকিস্তান। এখন পর্যন্ত ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭.১ গড়ে ৮০৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এই বিভাগের অন্য খবর

Back to top button