বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে হামলা, আটক ৪

বগুড়ার শিবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে মারপিট করে প্রতিপক্ষ। এ সময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
মামলা সূত্রে জানা যায়, দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের গৃহবধূ (৩২) এর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এ সুযোগে গৃহবধূর উপর কুনজর পড়ে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আনারুলের। কিছুদিন পূর্বে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতিবাদ করেছেন। তিনি দেউলী ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার সম্পাদক।
ফেব্রুয়ারী সাবেক ইউপি সদস্যর সমর্থকরা হঠাৎ করে তার বাড়ির সামনে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের মারপিটে শহিদুল ইসলামের হাত, পা ভেঙ্গে ফেলে এবং দু’চোখে আঘাত করে গুরুত্বর আহত করে। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, শাহিদুল ইসলাম গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারুল ইসলাম এর বিপক্ষে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
(এ আর)