বগুড়ায় বাদীকে পেটালো আওয়ামী লীগ নেতার ছেলে

বগুড়ার ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করায় অভিযোগের বাদীকে পিটিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক ১২ টায় ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত খোকন মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গোপনীয় সহকারী (সিএ) পদে চাকরীরত আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিকাশি গ্রামের আলেপ বাদশার সাথে একই এলাকার সুলতানহাটা গ্রামের ব্যবসায়ী আবু ছালামের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ১০ দিন আগে আলেপ বাদশা গ্রুপের রাকিব ও জিহাদ মাদকাসক্ত অবস্থায় আবু ছালামের ভাই শরিফকে মারপিট করে।
শনিবার বিকেলে চিকাশি মফিজ মোড় এলাকায় আবু ছালামের ভাতিজা সাকিবুল ইসলাম জুবায়েরসহ ৪ জনকে মারপিট করে আলেপ বাদশার লোকজন। তাদের মারপিটে জুবায়ের, নুরে আলম, পায়েল ও সুমন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী আবু ছালাম বাদি হয়ে রোববার সকালের দিকে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে আলেপ বাদশা ও তার ছেলে খোকন মিয়া সহ ৭ জনকে আসামী করা হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ী আবু ছালাম রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদে ব্যক্তিগত কাজের জন্য যান। সেখানে খোকন মিয়া পিটিয়ে আহত করেন ব্যবসায়ী আবু ছালামকে।
এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ খোকন মিয়া জানান, কার্যালয়ের সামনে এসে গালিগালাজ করায় তার সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাকে মারপিটের করা হয়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যবসায়ীর অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
(এ আর)