প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী তৌহিদ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
২৫ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ৮টায় শাজাহানপুরের মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
তৌহিদ বগুড়া সদরের ফুলবাড়ী এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
জানা যায়, তৌহিদ পিসিএল কোম্পানী থেকে কাজ করে বাইসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে শাজাহানপুরের মিয়াপাড়া কবরস্থান সংলগ্ন ইসলামী কলেজের সামনে মহাসড়কের উপর পিছন থেকে আসা অজ্ঞাতনামা গাড়ী তাকে ধাক্কা দিলে ছিটকে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ নিয়ম অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।