প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক শ্রমিক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে সোহাগ (২৫) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৬ই ফেব্রুয়ারী (রবিবার) ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শনিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন । রাত ৯টার দিকে উপজেলার শুভগাছা এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

সোহাগের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি শেরপুরের খামারকান্দি ইউনিয়নে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করেন।

মামলার এজাহারে জানাযায়, কাজের সুবাদে সোহাগ ওই স্কুল ছাত্রীর এলাকায় থাকতেন। এজন্য ওই পরিবারের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই ছাত্রী শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। এ সময় সোহাগ তাকে বাড়ির পাশের ফসলি জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালমের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button