বগুড়ায় এক ভূয়া ম্যাজিস্ট্রেট আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে থানা পুলিশ।
২৬ ফেব্রুয়ারী (রবিবার) রাতে উপজেলার সিও অফিস বাসষ্টান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম অজয় কুমার দেবনাথ। তার বাড়ি শিবগঞ্জ এলাকায়। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।
জানা যায়, আটককৃত যুবক গতকাল রবিবার দুপচাঁচিয়া বাসষ্টান্ড এলাকায় নিজেকে (২৯ বিসিএস) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করতে থাকেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তার পরিচয় পত্র দেখে ভূয়া মনে হয়। একপর্যায়ে সে তার প্রকৃত পরিচয় তুলে ধরেন এবং দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আদালতে ২টি প্রতারনা মামলা চলমান।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সরকারি কর্মচারী ভূয়া পদবি ব্যাবহার করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৩/২৩। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
(এ আর)