বগুড়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে আব্দুস সাত্তার (৮৫) নামের বৃদ্ধ শ্বশুর নিহত হয়েছে।
২৭ই ফেব্রুয়ারী (সোমবার) বিকেল আনুমানিক ৪টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
আব্দুস সাত্তার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে। তিনি একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।
জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে আব্দুস সাত্তার যোহর নামাজ শেষে মসজিদ থেকে বাড়ির গেটে সামনে আসেন। এ সময় জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে আছে। জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
(এ আর )