আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় অজ্ঞাত এক যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৭ই ফেব্রুয়ারী (সোমবার) দুপুর আনুমানিক ১টায় উপজেলার সান্তাহার ইউনিয়ন এর পানলাগ্রাম এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের নিকট পৌঁছলে অজ্ঞাত ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, নিহত যুবক আত্মহত্যা করেছে নাকি রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। এখনও তার পরিচয় যানা যায়নি, এ ঘটনায় ইউডি মামলা দায়ের হয়েছে।
(এ আর)