বগুড়া জেলা

বগুড়ায় ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বগুড়ায় ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ই ফেব্রুয়ারী (সোমবার) বেলা ১২টায় ফুলবাড়ী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়েছে।

তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহুরা ওয়াহিদা রহমান,
জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান সহ অন্যান্যরা।

সকাল থেকেই দৌড় খেলা, বিস্কুট খেলা, বল পাস সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধাবিকাশের জন্য বই পড়ার দিকে গুরুত্ব দিতে হবে। তিনি অভিভাবকদের বলেন, আপনারা বাচ্চাদের বই পড়তে দিবেন, কারন বই আপনার সন্তানের মেধাবিকাশে অনন্য ভূমিকা রাখবে। ফলাফল দিয়ে কখনোই মেধা যাচাই করবেন না।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button