জাতীয়প্রধান খবর
আবার বাড়লো বিদ্যুতের দাম

দুই মাসের ব্যবধানে গ্রাহক পর্যায়ে তৃতীয়বারের বাড়লো বিদ্যুতের দাম। যা আগামীকাল বুধবার (১ মার্চ) থেকেই তা কার্যকর হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা করা হয়।
গত দুইবারের মতো এবারও বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি ও ১২ জানুয়ারি প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ করে বাড়ানো হয় বিদ্যুতের দাম।
এবারও বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।