প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় ছেলের দায়ের আঘাতে বাবা হাসপাতালে

বগুড়ায় ছেলের দায়ের আঘাতে বাবা হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন।
জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার আরিফ (২২) নামের এক যুবক তার বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
জানা যায়, ২৭ই ফেব্রুয়ারী (সোমবার) আনুমানিক রাত ৮টায় পশু চিকিৎসক বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার বাবার মাথা ও ডান হাতের কবজি দুই ভাগ হয়। তার মা ক্যানসারে আক্রান্ত হওয়ায় বিছানায় সুয়ে ছিলো। তখন মাকেও আঘাত করতে যায়, মা চিৎকার দিলে স্থানীয়রা এসে আরিফকে অবরুদ্ধ করে থানায় নিয়ে যায় এবং বাবাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
(এ আর)