ক্রিকেটখেলাধুলা

প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন  স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন তিন স্পিনার- সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। তিন পেসার- জোফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উডের সাথে দুই স্পিনার মঈন আলি ও আদিল রশিদকে একাদশে রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ:
জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

এই বিভাগের অন্য খবর

Back to top button