বগুড়া সদর উপজেলা
বগুড়ায় গাঁজাসহ ২ বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়া সদরে ১১ কেজি গাঁজাসহ ২ বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। ১লা মার্চ (মঙ্গলবার) রাত ৩ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর সদরের কলেজ মোড় এলাকার পিয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (২৭) ও মৃত আলম মিয়ার ছেলে হীরা ইসলাম (২৮)।
দুপুরে র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি বাস থেকে বস্তায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ সময় ওই বাসে থাকা গাঁজা পরিবহনকারী দু’জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
(এ আর)