বগুড়া সদর উপজেলা

বগুড়ায় গাঁজাসহ ২ বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়া সদরে ১১ কেজি গাঁজাসহ ২ বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১লা মার্চ (মঙ্গলবার) রাত ৩ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর সদরের কলেজ মোড় এলাকার পিয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (২৭) ও মৃত আলম মিয়ার ছেলে হীরা ইসলাম (২৮)।

দুপুরে র‌্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি বাস থেকে বস্তায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ সময় ওই বাসে থাকা গাঁজা পরিবহনকারী দু’জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button