আন্তর্জাতিক খবর

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। খবর এনডিটিভির

হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিক। গত জানুয়ারিতে তিনি শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button