প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা বন্ধ করে মানববন্ধন

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে হাফ টাইমে খেলা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্পোর্টস্ জোন বগুড়া।

৪ই মার্চ (শনিবার) বেলা আনুমানিক ১২ টায় প্রিমিয়ার লীগ খেলা বন্ধ করে বিসিবির অযৌক্তিক সিদ্ধান্তের ব্যাপারে মানববন্ধন কর্মসূচি পালন করে স্পোর্টস্ জোন।

এ সময় পক্ষ-বিপক্ষ উভয় খেলোয়াড়রা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়াম ছিল উত্তরাঞ্চলের গর্ব। ক্রিকেটের নক্ষত্র তৈরির মাঠ, কিন্তু বিসিবির এই ভুল সিদ্ধান্তে সব ভেস্তে যেতে বসেছে। মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, অনূর্ধ্ব ১৯ দলের তামিম, তৌহিদ হৃদয়, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরো অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে স্টেডিয়াম। বিসিবি চলে গেলে উত্তরাঞ্চলের নতুন প্রজন্মের বড় ধরণের ক্ষতি হবে বলে বক্তারা জানান।

এ বিষয়ে স্পোর্টস্ জোন ক্রিকেট দলের কর্মকর্তা জানান, বিসিবি ও জেলা ক্রিয়া সংস্থার অভ্যন্তরীন কোন সমস্যা থাকতে পারে। কিন্তু সাধারণ খেলোয়াড়েরা এই ঘটনায় খুব ক্ষতিগ্রস্ত হবে। আমরা এটার যথাযথ সমাধান চাই।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button