বিস্ফোরণে আধা কিমি দূরে উড়ে যাওয়া লোহার টুকরার আঘাতে একজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের মাত্রা তীব্র হওয়ায় ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে উড়ে যাওয়া একটি লোহার টুকরার আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শামসুল আলম।
জানা গেছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সামছুল আলম নামের এক ব্যক্তির মাথায় লোহাজাতীয় বস্তু উড়ে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিস্ফোরণের পর টিন ও লোহার টুকরা উড়ে গিয়ে আশপাশে পড়েছে। এতে অনেকে আহত হন।
বিকেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজ চালান।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। এ সময় দুটি মরদেহ প্ল্যান্টের বাইরে পড়ে ছিল।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস জানান, অক্সিজেন রিফুয়েলিং করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।