আন্তর্জাতিক খবর

করোনা টিকা আবিষ্কারকের মরদেহ উদ্ধার

করোনা মহামারির সাথে লড়াই করতে ‘স্পুটনিক ভি’ টিকা তৈরি করেছিল রাশিয়া। অথচ টিকা আবিষ্কারের পেছনে যিনি ছিলেন, তার মরদেহ আবিষ্কার করা হয়েছে নিজ ফ্ল্যাট থেকে।

টিকা আবিষ্কারের পেছনে কাজ করেছিলেন মোট ১৮ জন বিজ্ঞানী। নিহত বিজ্ঞানী আন্দ্রে বোটিকভ তাদেরই একজন। খবর ডেইলি মেইলের।

শুক্রবার (৩ মার্চ) আন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়।

হত্যার দাঁয়ে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২৯ বছরের এক যুবককে। তদন্ত কমিটির দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছে।

রুশ গণমাধ্যম বলছে, গ্রেফতার আলেক্সি জেড যৌন সেবা দেয়ার দাঁয়ে এর আগে ১০ বছর কারাগারে কাটিয়েছে।

ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সিনিয়র গবেষক ছিলেন আন্দ্রে। এর আগে তিনি রাশিয়ান স্টেট কালেকশন অব ভাইরাস ডিআই-এ কর্মরত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button