বিনোদন
সালমান খানকে ‘ছ্যাঁচড়া’ বললেন অভিনেত্রী সাবা

সাক্ষাৎকার দিতে গিয়ে সালমান খানকে ‘ছ্যাঁচড়া’ বলে বসেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। আর তাতেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। পালটা কটাক্ষ করেছেন তারা। তবে মজার ছলে ‘ছ্যাঁচড়া’ বলেন এ অভিনেত্রী।
উর্দু সিনেমা ও সিরিয়ালে অভিনয় করে পাকিস্তানে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সাবা। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়েই সালমানকে নিয়ে মন্তব্য করে বসেন সাবা। সাক্ষাৎকারের সেই ভিডিও ঘিরেই এখন তোলপাড় নেট দুনিয়া।
সালমান খান সিনেমার প্রস্তাব দিলে তাকে কীভাবে না করবেন? এই প্রশ্ন সাবাকে করা হয়েছিল। জবাবে সাবা জানান, সালমানকে তিনি বড্ড ভয় পান। কিন্তু না কীভাবে করবেন? এই প্রশ্নের উত্তরেই সাবা বলে সালমানের উদ্দেশে বলে বসেন, ‘আপনি বড্ড ছ্যাঁচড়া!’