প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

মহাস্থানে কটকটির দোকানে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

বগুড়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করেছেন।

৬ই মার্চ (সোমবার) দুপুর ১২টায় শিবগঞ্জ মহাস্থান বাজারে এই অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করেছেন।

জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে কটকটি দোকানসমূহে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬ টি কটকটি বিক্রয় দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদউত্তীর্ণ পানিয় বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিলন কটকটিকে ৫০০০, জিন্নাহর স্পেশাল কটকটিকে ৫০০০, লালমিয়া কটকটি ঘরকে ৫০০০, নাসির কটকটি ঘরকে ৭,০০০, নাসির কটকটি ভান্ডার-২কে ৫০০০, মহাস্থান কটকটি ভান্ডারকে ৫০০০, সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা করেছেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button