ক্রিকেটখেলাধুলা

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

দেশের মাটিতে দীর্ঘ সাত বছর পর সিরিজ হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচেই শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের।

এ অবস্থায় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে খেলা মাঠে গড়ানোর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জয় তুলে নিয়ে ঘরের মাঠে বাংলাদেশকে ধবল ধেলাই করতে মুখিয়ে আছে ইংল্যান্ড। তবে সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। স্বাভাবিকভাবেই জয়ে ফিরতে মরিয়া হয়ে আছেন তামিম-সাকিবরা।

এজন্য চাই আত্মবিশ্বাসী ক্রিকেট, টেকনিক্যাল ক্রিকেট এবং সর্বোপরি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগে জ্বলে উঠার ক্রিকেট। শেষ ওয়ানডেতে টাইগার শিবিরে আসতে পারে পরিবর্তন। অলরাউন্ডার আফিফের জায়গায় অভিষেক হতে পারে নতুন মুখ তৌহিদ হৃদয়ের।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.