বগুড়ায় কাফনের কাপড় পড়ে রুমেলের অনশন সমাপ্তি
বগুড়ায় বিসিবির অযোক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন কর্মসূচির সমাপ্তি করলেন রুমেল(৪০)।
৮ই মার্চ (বুধবার) বিকাল ৩টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মুজিব মঞ্চে অসুস্থ রুমেলের খোঁজ খবর নেন ও তাকে খাবার পানীয় দিয়ে অনশন কর্মসূচির সমাপ্তি ঘটান জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক সামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতি লীগ সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, শহর যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জহুরুল ইসলাম মানিক, যুবলীগ কর্মী লিটন সহ অন্যান্যরা।
এর আগে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্মচারী ও মালামাল নিয়ে যায় বিসিবি।
৫ই মার্চ (রবিবার) সকাল ৯ টা থেকে এ অনশন শুরু করে রুমেল। তিনি বলেন, বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খেলার মাঠ। অথচ এখানে বিসিবির এই সিদ্ধান্ত অযৌক্তিক। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি একাই আন্দলন করবো।
এ ঘটনায় ৪দিন অতিবাহিত হওয়ার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে নিয়ে আলোচনা-সমালোচনা করতে থাকে। এক পর্যায়ে রুমেল অসুস্থ হলে তাকে অনশন কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করেন, এবং অনশন ভাঙান।
(এ আর)