কাহালু উপজেলা
কাহালুতে শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বাতিলের প্রতিবাদে কাহালু রেলওয়ে বটতলায় মানববন্ধন করেছে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
৯ই মার্চ (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৪টায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক সুলতান আলী কবিরাজ, কামাল উদ্দিন কবিরাজ, রতন কুমার, মানিক উদ্দিন কবিরাজ, রেজাউল করিমসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন।
বক্তারা মানববন্ধনে তাঁদের বক্তব্যে শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বহাল রাখার দাবী জানান।
(এ আর)