বগুড়াবাসির সেবক হিসেবে কাজ করতে চাই: ডিসি সাইফুল ইসলাম

বগুড়া জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম বলেছেন, আমরা সরকারের কর্মচারী, তাই আমি জেলা প্রশাসক নয়, বগুড়াবাসির সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি আরো বলেন, সকল পেশার মানুষের সেবার জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে। মতবিনিময়কালে তিনি তাৎক্ষনিক অনেকের সমস্যা সমাধান করেন এবং উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন।
৯মার্চ (বৃহস্পতিবার) বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিনা শিল্পী, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, ইঞ্জিঃ রোকন তালুকদার, ফারুক আহম্মেদ, গাবতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, শিক্ষক সমিতির নেতা মোস্তাফিজুর রহমান, খাদেমুল হক, মোস্তফা কামাল স্বপন, ডাঃ মামুনুর রশিদ মামুন, থানা পুলিশিং কমিটির আহবায়ক ধন্য গোপাল সিংহ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম গাবতলীর বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন কাজের পরির্দশন করেন।
(এ আর)