আন্তর্জাতিক খবর

সন্তানরা খোঁজ নেয় না, তাই নিজের সম্পত্তি সরকারকে উইল করে দিলেন বৃদ্ধ বাবা

সন্তানরা বৃদ্ধ বাবার খোঁজ নেয় না। তাই নিজের সব সম্পত্তি সরকারকে উইল করে দিলেন এক বৃদ্ধ বাবা।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মুজাফফর নগরে। শুধু সম্পদ নয়, নিজের শরীর তিনি একটি মেডিকেল কলেজেও দান করে দিয়েছেন।

বৃদ্ধ বাবা নাথু সিংয়ের এক ছেলে এবং চার মেয়ে। ছেলে পেশায় শিক্ষক এবং মেয়েরা বিবাহিত।

বৃদ্ধের অভিযোগ, ছেলে মেয়েরা তার কোনো খোঁজ নেয় না। তাই তিনি তার দেড় কোটি রুপি মূল্যের বাড়ি ও জমি উত্তর প্রদেশ সরকারের নামে ইউল করেছেন।

নাথু সিংয়ের দাবি, মৃত্যুর পর তার ছেলে মেয়েরা যেনো তার শেষকৃত্যে অংশ নিতে না পারে।

তার আরও দাবি, সরকার যেনো তার দেয়া জায়গায় একটি স্কুল অথবা হাসপাতাল নির্মাণ করে। সূত্র: এনডিটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button