খেলাধুলাফুটবল

তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আজ শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল।

আকলিমা খাতুনের জোড়া গোলে সেই ব্যবধান আরো বাড়িয়ে নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে আর গোল পায়নি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। পরে বাংলাদেশের ফরোয়ার্ড আকলিমা গোল করেন। তুর্কমেনিস্তান সেই গোলের আপত্তি জানিয়েছিল হ্যান্ডবলের।

তবে রেফারি তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। দ্বিতীয়ার্ধেও তুর্কমেনিস্তানের মেয়েদের কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। ৭১ মিনিটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রস থেকে হেডে দলকে তৃতীয়বারের এগিয়ে দেন স্বপ্না। দুই মিনিট পর শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে কোনাকুনি শট নেন স্বপ্না।

বল তুর্কিমেনিস্তান মিডফিল্ডার মামেদোভা মালিকার পায়ে লেগে জড়ায় জালে। বাছাইয়ের বাংলাদেশের এটি প্রথম ম্যাচ। আর তুর্কমেনিস্তানের দ্বিতীয়। গ্রুপের সেরা দল ইরানের কাছে ৭-১ গোলের বিশাল হারে বাছাই শুরু করেছে তুর্কমেনিস্তান। আগামীকাল একই মাঠে ইরানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button