বগুড়ায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ

দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে দেশ ও দেশের মানুষের জন্য সর্বদা কাজ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। অথচ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই উঠেপড়ে লেগেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনির সঞ্চালনায় শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।
১১ই মার্চ (শনিবার) বিকেল ৪ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মুজিব মঞ্চে এই শাস্তি সমাবেশের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. রেজাউল করিম মুন্টু, বাবু প্রদীপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আরিফুর রহমান আরিফ, দপ্তর সম্পাদক আল-রাজি জুয়েল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবুর রহমান তবি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শাজাহানপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, জেলা শ্রমিক লীগের সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন
প্রাং সিজার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়েদুল ইসলাম ববি, জেলা তাঁতি লীগ সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন,
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব শাহা, সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বগুড়ার শত শত নারী-পুরুষ দল মত নির্বিশেষে সমাবেশে উপস্থিত ছিলেন।
(এ আর)