প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ৩

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছেন।

১০ই মার্চ (শুক্রবার) জেলার সারিয়াকান্দি উপজেলার শেখাহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃত তিন যুবক-সারিয়াকান্দি উপজেলার চর হরিণা গ্রামের বাদশা তরফদারের ছেলে তুহিন মিয়া (২৮), সোনাতলা উপজেলার নুরপুরের ফুলবাবু প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক (২৪) ও বারঘরিয়ার লতিফ খাঁ এর ছেলে নজমাল হোসেন (২৪)।

শনিবার ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সারিয়াকান্দির শেখাহাতি গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে। তখন ডিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে শেখাহাটি থেকে সোনাতলা সড়কে তিন যুবককে দুইটি মোটরসাইকেলসহ পুলিশ আটক করে। এসময় তাদের কাছে থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
এ বিষয়ে ওই তিন যুবকের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button