প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বগুড়ার শাজাহানপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন ওই নারীর চাচা এবং অপরজন ফুফাতো ভাই।

১১ই মার্চ (শনিবার) রাতে ওই ভুক্তভোগী নারী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে তাদের অভিযান চালিয়ে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ১২ই মার্চ রবিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৭ মার্চ রাতে চাচার জোরপূর্বক ধর্ষণের শিকার হন ওই গৃহবধু। পরে ৯ মার্চ রাতে ওই নারীর ফুফাতো ভাইও তাকে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরদিন দুজনে একসাথে আবারও ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধুকে ধর্ষণ এবং মারপিটসহ শারীরিক নির্যাতন করেছেন। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধু তার চাচা ও ফুফাতো ভাইকে আসামী করে শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৪
জি আর-৮৫ ধারা-৯(১) ৩২৫, ৫০৬ পেনাল কোড।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button