শিবগঞ্জ উপজেলা

বগুড়ায় দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

১১ই মার্চ (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম আশরাফুন বেগম। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক আমজাদ হোসেনের স্ত্রী।

জানা যায়, আমজাদ হোসেন ও তার ছোট ভাই আফজাল হোসেনের দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার আশরাফুন বেগম আফজালের ঘরের টিনের সাথে বাঁশের খড়ি(লাকড়ি) রোদে শুকাতে যায়। বিকাল ৫টার দিকে এই নিয়ে আফজাল ক্ষিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবি আশরাফুনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়েন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করে দেন। রাত আনুমানিক ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুরুল আলম বলেন, রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button