বগুড়ায় ১৯ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষরা

বগুড়ার গাবতলীতে ১৯টি মামলার এক আসামিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত যুবকের নাম নাহিদুল ইসলাম নয়ন (৩০)। নয়ন ওই উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়, ১১ই মার্চ (শনিবার) রাত ৮ টার দিকে গাবতলীর মহিষাবান ইউনিয়নের দেবুতুরপাড়া গ্রামে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়নকে বাঁশঝাড়ে ফেলে রেখে যায়৷ পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় নয়নের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, নয়ন স্থানীয়ভাবে চিহ্নিত এক অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফরোক ও ডাকাতিসহ মোট ১৯ টি মামলা চলমান আছে। আর ঐ বাঁশঝাড়ে নিয়মিত মদ আর জুয়ার আসর বসতো ।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার। তিনি বলেন, নয়নের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এ আর)