সারাদেশ

নেত্রকোনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টায় ফসলের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে রেহান মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা যায়, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে মৃত রজব আলী’র ছেলে রেহান মিয়া মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৫টার দিকে বোরো ধানের ক্ষেতে কাজ করছিলেন।

এ সময় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ বজ্রপাতে রেহান মিয়া মাটিতে লুঠিয়ে পড়ে। আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button