প্রধানমন্ত্রী প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন, তিনি অত্যন্ত খুশি: পাপন

ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি বিশ্বজোড়া। ব্যস্ততার মাঝেও সময় বের করে তিনি ঠিকই টাইগারদের খেলা দেখেন। আজও বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচটি তিনি বল বাই বল দেখেছেন। ম্যাচ শেষে অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। ১৬ রানে তৃতীয় টি-টোয়েন্টি জয়ের পর এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিরিজের খোঁজখবর নিয়েছেন কি না―এমন প্রশ্নে পাপন বলেন, “একবার না, একাধিকবার। ইনফ্যাক্ট যখন লিটন দাস মারছিল চার-ছয়, তখন তিনি বলছিলেন, ‘এই এত ছয় মারতে গেলে আউট হয়ে যায় যদি!’ বললাম, ‘আউট হলে অসুবিধা নাই। আর কয়েকটা ওভার বাকি আছে। এই খেলায় মারতেই হবে।’ খেলার মাঝখানেও ফোন করেছিলেন।”
প্রধানমন্ত্রী পুরো খেলা দেখেছেন জানিয়ে পাপন আরো বলেন, ‘উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন। খেলা শেষ হওয়ার পর ফোন করেছিলেন, আমি বারান্দায় ছিলাম, আওয়াজে শুনিনি।
ভেতরে ঢুকেই দেখলাম উনার মিসড কল, তো আমি আবার কল করেছি। তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন। প্রত্যেক খেলার পরেই জানান। এবং (তিনি) খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি।’