আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৭ জনের কারাদণ্ড

বগুড়ার কাহালুতে জুরান আলী সরকার নামে এক ভ্যানচালককে হত্যার প্রায় এক যুগ পর এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় আরও সাত আসামিকে এক বছর করে কারাদণ্ড এবং দু’জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

১৫ই মার্চ (বুধবার) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াছমিন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাহালুর অঘোর ধোয়া পাড়ার ইউনুস আলী মোল্লা। তিনি হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আফজাল হোসেন ফকির, আশরাফুল সরকার, আতাউর রহমান সরকার, সবুজ সরকার, আজিজুল হক রনি, সিরাজুল হক জনি ও সোহাগ শেখ। তাঁরা সবাই অঘোর ধোয়া পাড়ার বাসিন্দা।

নিহত ভ্যানচালক জুরান আলী সরকার একই এলাকার বাসিন্দা ও আসামিদের প্রতিবেশী ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. জহুরুল ইসলাম বলেন,
ভ্যানচালক জুরান আলী সরকারের সঙ্গে আসামিদের পারিবারিকভাবে শত্রুতা ছিল। এর জেরে ২০০৭ সালের ১১ নভেম্বর জুরানকে লাঠিসোটা দিয়ে মারধর করেন আসামিরা। এদের মধ্যে ইউনুস আলী লাঠি দিয়ে জুরানের মাথায় আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জুরানের বাবা ছামসুল আলী সরকার বাদি হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার ধারা বাংলাদেশ দন্ডবিধি-৩০২ ও ৩৪।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণে হত্যার বিষয়টি উঠে আসায় বিচারক ইউনুস আলীকে মৃত্যুদণ্ড দেন। আর সাতজনকে ১৪৩ ও ৩২৩ ধারায় এক বছরের সাজা দেয়া হয়। এ ছাড়া মেহেরুন বেগম ও বেলী খাতুনকে বেকসুর খালাস দেন বিচারক। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এই হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. রেজাউল করিম মন্টু।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button