বগুড়ায় মেশিনারিজ ও মেশিনারিজের যন্ত্রাংশ ডাকাতির ঘটনায় আটক ৩
বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে নর্দান হ্যাচারীজ লি: এর লুন্ঠিত ৭০,২১,৪৩০ টাকা মূল্যের বিভিন্ন মেশিনারিজ ও মেশিনারিজের যন্ত্রাংশসহ ডাকাতির ঘটনায় জড়িত ৩জন আটক।
আজ ১৫ই মার্চ (বুধবার) সকাল ১১.৩০ টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) পিপিএম প্রেস বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ই মার্চ সন্ধ্যা আনুমানিক ৬.১৫টায় বগুড়া শাজাহানপুর এলাকায় নর্দান হ্যাচারীজ লি: এর গেটের সামনে ফোরম্যান নামাজ শেষ করে আসলে অজ্ঞাত ৩জন অস্ত্রের মুখে জিম্মি করে ভিতরে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ১৩জন ষ্টাফদের বেঁধে রেখে। সারারাত মালামাল গাড়ীতে তুলে ৭ই মার্চ আনুমানিক ভোর ৫টায় মালামাল নিয়ে চলে যায়।
এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি ডাকাতি মামলা হলে শাজাহানপুর থানা পুলিশ ও পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্তের মাধ্যমে ১৩ ও ১৪ই মার্চ ঢাকা ও মানিকগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার মনছুর আলীর ছেলে ফজলুর রহমান(৩২) ঢাকা সাভার এলাকায় মৃত্যু কছিমুদ্দিন এর ছেলে ইকবাল হোসেন (৩৫) ও শামপুর থানার ইস্কান্দার মুন্সির ছেলে তোফাজ্জল (৩১) নামের ৩জনকে আটক করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতির কাজে ব্যাবহত ২টি ট্রাক ও মেশিনারিজের যন্ত্রাংশ খন্ড খন্ড অংশ উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শারাফত ইসলাম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, শাজাহানপুর থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রউফ সহ জেলা পুলিশের অনান্য কর্মকর্তাবৃন্দ।
(এ আর)