প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ার সপ্তপদী মার্কেটে এক যুবককে ছুরিকাঘাত

বগুড়া শহরের সপ্তপদী মার্কেটে মোবাইল মেরামত নিয়ে দ্বন্দ্বের জের ধরে আশিক(২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
১৫ই মার্চ (বুধবার) সন্ধ্যা সাতটার দিকে শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটের ভিতর এ ঘটনা ঘটে।
আহত যুবক শহরের নাটাই পূর্বপাড়া এলাকার আঃ ওয়াজেদের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই খোরশেদ আলম।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যায় বগুড়া সপ্তপদী মার্কেটে করিমের দোকানে মোবাইল মেরামত করা নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশিককে উদ্ধার করে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশিক চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সবাই পলাতক। সবাইকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
(এ আর)