সারাদেশ

নসিমনের চাকা খুলে যাত্রীরা চলন্ত বাসের নিচে, নিহত ৪

পিরোজপুরে একটি নসিমনের চাকা খুলে যাত্রীরা চলন্ত বাসের নিচে পড়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মঠবাড়িয়া সড়কের চালনা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের চাপা দেওয়া গ্রামীণ পরিবহণের বাসটি আটক করেছে পুলিশ।

জানা গেছে, বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি ক্যাটারিংয়ের ১৫ জন কর্মী বিয়েবাড়ি যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী নসিমনের একটি চাকা ফেটে খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্রামীণ পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনা স্থলে দুই জন এবং সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জন মারা যায়। আহত ১১ জনকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে খুমেক হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানান, শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button