প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় “তালীমুল কোরআন মাদ্রাসা’র উদ্বোধন করলেন রাগেবুল আহসান রিপু

বগুড়া শাজাহানপুরে চোপিনগড় পূর্ব পাড়া সরকার বাড়ি তালীমুল কোরআন মাদ্রাসা, এতিমখানা ও মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৭ই মার্চ (শুক্রবার) বাদ জুমা এই উদ্ভোধনী অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন (সান্নু)’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, ইনষ্পেক্টর তদন্ত আব্দুর রউফ, যুবলীগ নেতা আলমগীর বাদশা, বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক মুফতি আতাউল্লাহ নিজামী সহ অন্যান্যরা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বগুড়ার বিশিষ্ট শিল্পপতি ভান্ডারী পরিবারের ৩য় কন্যা মোনয়ারা হায়াত ভান্ডারী।

বিজয় টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা তানজিজুল ইসলাম স্বরনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার জীবনে কখনো এমন ব্যাতিক্রমী আয়োজন দেখিনি। আজ স্বাধীন বাংলার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এই আয়োজন আমাকে সত্যিই মুগ্ধ করেছে।


এ সময় প্রধান অতিথি মাদ্রাসা, এতিমখানা ও মাদ্রাসা মসজিদের কার্যক্রম ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button