“ভাতিজা তারেক রহমান; অত লাফাইয়ো না, তুমিতো দেশেই আসতে পারবা না। এত লাফাইতেছো কীসের জন্য।’ এসব কথা বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তারেক প্রসঙ্গে তিনি আরও বলেন, ওর চাইতে ওর মা ভালো ছিল, কিন্তু এই লোকটা (তারেক রহমান) ভালো না।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কামালিয়া চালা মাদ্রাসা মাঠে হাতিবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, যদি বঙ্গবন্ধু অসময়ে মরে না যেতেন, তবে এই দেশ আরও শতগুণ-হাজারগুণ উন্নত হতো। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম এই দেশের মানুষ শান্তিতে থাকবে বলে।
তিনি আরও বলেন, আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি। কিন্তু আওয়ামী লীগ তাদের কথা রাখেনি। আটিয়া বন অধ্যাদেশ বাতিল করেনি। ১০ লাখ লোকের চাকরি দিতে পারেনি।