জাতীয় বিশ্ববিদ্যালয়প্রধান খবরবগুড়া জেলা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সরকারি আ. হক কলেজে দেয়ালিকা উন্মোচন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দেয়ালিকা ‘অরুণোদয়’ উন্মোচন করা হয়েছে।

১৭ই মার্চ (শুক্রবার) দিবসটি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে দেয়ালিকা ‘অরুণোদয়’ উন্মোচন করা হয়। দেয়ালিকাটি উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান আলী।

দেয়ালিকাটিতে শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের চিত্রকর্ম ও তাঁর উক্তি, গল্প এবং কবিতা তুলে ধরেছেন।

কলেজের উচ্চমাধ্যমিক ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহতাব হোসেন মন্ডলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও দেয়ালিকা প্রণয়নে যুক্ত শিক্ষার্থীবৃন্দ।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button