বগুড়ায় গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ এর রিফ্রেসার্স প্রশিক্ষণ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়া সার্কেলের উদ্যোগে “গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি” শীর্ষক পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে অষ্টম রিফ্রেসার্স প্রশিক্ষণ ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ (শনিবার) সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে এই রিফ্রেসা্স প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়।
উল্লেক্ষিত প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে আবুল কালাম আজাদ(মোটরযান পরিদর্শক) এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন এ টি এম মইনুল হাসান সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) বিআরটিএ বগুড়া।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ট্রেইণার হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, মোঃ হাসান আলী ইন্সট্রাক্টর (পাওয়ার) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট।
২৫০ জন পেশাজীবী গাড়িচালকদের অংশগ্রহণে পরিচালিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুর রশিদ পুলিশ পরিদর্শক (টি আই) সদর ট্রাফিক অফিস বগুড়া, মোঃ মোস্তাফিজার রহমান সভাপতি, নিরাপদ সড়ক চাই বগুড়া, সাখাওয়াত হোসেন, আভ্যন্তরীণ সড়ক সম্পাদক বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন, ইউনুছ আলী লয়া দপ্তর সম্পাদক বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন প্রমুখ।
এ সময় বক্তারা চালকদের সচেতনতার দিকে জোর দিয়ে বলেন, চালকরা যদি বিভিন্ন রকমের ট্রাফিক আইন ও সড়ক পরিবহন আইন ঠিকমতো মেনে সচেতন ভাবে গাড়ি চালান তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই রোধ করা সম্ভব।
(এ আর)