প্রধান খবরসোনাতলা উপজেলা

বগুড়ায় জমি নিয়ে বিরোধে একজন নিহত

বগুড়ার সোনাতলা উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

১৮ই মার্চ (শনিবার) বিকাল ৪টায় সোনাতলা উপজেলার চাইকানতলা গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহতের নাম তাহেরুল ইসলাম(৩৫) সে একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, তাহেরুলের সাথে তাঁর চাচা মঞ্জুর বাড়ির জায়গা নিয়ে দির্ঘদিন দ্বন্দ্ব চলছিল। শনিবার বিকালে তারা সেই জায়গা মাপজোকের আয়োজন করেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিপক্ষরা তাহেরুলকে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ‘

বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈকত হাসান জানান, লাশ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button