ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

সাকিব-হৃদয়ের ব্যাটিংয়ে রানের পাহাড় গড়লেন টাইগাররা

ইংল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ। সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়ের ছুঁইছুঁই ইনিংসে দুই ইনিংসে ভর করে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় লক্ষ্য দাঁড় করালো বাংলাদেশ। সাকিব-হৃদয় জোড়া সেঞ্চুরি মিস করলেও মুশফিকের দুর্দান্ত ক্যামির সাক্ষী হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু সুখকর হয়নি বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাসলো না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ব্যাট। দলীয় ১৫ রানে মার্ক এডায়ারের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তামিম। ৯ বলে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও ভালো কাটেনি তামিম ইকবালের। ৩ ম্যাচে করেছিলেন মাত্র ৬৯ রান।

এরপর দলীয় ৪৯ রানে ৩১ বলে ২৬ রান করে বিদায় নেন লিটন দাস। লিটনের বিদায়ের পর ফিরে যান শান্তও। ৩৪ বলে ২৫ রান করে অ্যান্ডি ম্যাকব্রাইন বোল্ড ফিরের এই বাঁহাতি ব্যাটার। শান্তর আউটে দলীয় ৮৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশকে সেখান থেকে টেনে তুলেন চারে নামা সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। ওয়ানডের অভিষেক ম্যাচ খেলতে হৃদয়কে মনে হয়নি নতুন কেউ। স্ট্রাইক রোটেট করে রানের গতি বাড়িয়েছেন এসেই। এক পর্যায়ে জমে উঠে সাকিব-হৃদয় জুটি।

৩৪.৫ বলে ৪ মেরে দলীয় দুইশো রান পার করে দেন সাকিব। হ্যারি টেক্টরের করা সেই ওভারটিতে ৫টি চার হাঁকান সাকিব। তবে ছন্দ নিয়ে ব্যাট করতে থাকা সাকিবের উইকেট তুলে নেন গ্রাহাম হিউম। তিন অঙ্কের ম্যাজিক ফিগার থেকে মাত্র ৭ রান দূরে থেকে থামতে হয় সাকিবকে। আউট হওয়ার আগে ৯ চারের সৌজন্যে ৮৯ বলে ৯৩ রান করেন সাকিব। তবে সাকিব বিদায় নিলেও থামেননি হৃদয়। সঙ্গে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। লম্বা সময় পর ৬ নম্বরে নামলেন মুশফিক।

মূলত শেষ দিকে রান বাড়াতে মুশফিকের উপর ভরসা টিম ম্যানেজম্যান্টের। সেই পরিকল্পনাতে সফলও হলে এই উইকেট কিপার ব্যাটার। গ্রাহাম হিউমের বলে ম্যাকব্রাইনকে ক্যাচ দিয়ে ফিরেন মুশফিক। ৩ চার ও সমান তিন ছক্কায় ২৬ বলে ৪৪ রান করেন মুশফিক। মুশফিকের বিদায়ের পর একই ওভারের এক বল বাকি থাকতে আবারো আঘাত হানেন গ্রাহাম হিউম।

এবার তার শিকার তৌহিদ হৃদয়। সাকিবের মতো ৯০ পর করে সেঞ্চুরি বঞ্চিত হলো অভিষেক ওয়ানডে ম্যাচ খেলা হৃদয়কে। দলীয় ২৯৭ রানে ৮ চার ও ২ ছক্কায় ৮৫ বলে ৯২ রান করে থামেন হৃদয়। বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ৬৩ রান ছিলো নাসির হোসেনের। সেঞ্চুরি মিস করলেও এবার সেটা অতিক্রম করলেন হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন তাসকিন। ৭ বলে ১ ছক্কায় ১১ রান আসে তাসকিনের ব্যাট থেকে। ইয়াসির আলি রাব্বি করেন ১০ বলে ১৭ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ রান। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন গ্রাহাম হিউম। সে সাথে মার্ক এডায়ার, কুর্তিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন একটি করে উইকেট শিকার করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button