ক্রিকেটখেলাধুলা

অবশেষে গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান

ক্রিকেট মাঠে সাকিব আল হাসান হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে পারফর্ম করেন নিয়মিত। ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়তে গিয়ে অবশ্য লেখাপড়াটা চালিয়ে যাচ্ছেন অনিয়মিতভাবে। বেশ দেরিতে হলেও অবশেষে সাকিব এখন গ্র্যাজুয়েট। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন ৩৫ বছর বয়সী সাকিব। 

২০০৯-১০ সেশনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হন সাকিব। ১৪ বছর পর গ্র্যাজুয়েট হলেন তিনি। রবিবার এআইইউবি-এর সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’

সাকিব আল হাসানের সমাবর্তনে অংশ নেওয়ার ছবি, ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে সমার্তনের বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button