খেলাধুলাফুটবল

অসাধারণ ফ্রি কিক গোলে গোলখরা কাটালেন রোনালদো, আল নাসরের জয়

টানা তিন ম্যাচ গোল ছিল না। শনিবার ক্রিস্টিয়ানো রোনালদো গোলখরা কাটালেন জাদুকরী গোল করে। আবহার বিপক্ষে সৌদি প্রো লিগে অসাধারণ ফ্রি কিক গোলে সমতা ফেরান আল নাসর ফরোয়ার্ড। পরে ২-১ গোলে ম্যাচটিও জিতেছে তার দল।

মরসুল পার্কে আবহা যেন চমকে দিয়েছিল আধঘণ্টা না হতেই। ২৬ মিনিটে আব্দুলফাত্তেহ আহমেদ এগিয়ে দেন অতিথিদের। আবহা লিড ধরে রেখেছিল আরও ৫২ মিনিট। এরপর অসাধারণ এক গোলে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান রোনালদো।

৭৮ মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া এক শক্তিশালী ফ্রি কিকে জাল কাঁপান সিআরসেভেন। আট লিগ ম্যাচে নবম গোল করলেন রোনালদো। জানুয়ারিতে ক্লাবে যোগ দেওয়ার পর ঘরের মাঠে এই প্রথমবার গোলের দেখা পেলেন তিনি। তাই উচ্ছ্বাসটাও বেশি।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘জয় পেয়ে দারুণ লাগছে এবং আমাদের ভক্তদের সামনে আমাদের স্টেডিয়মে গোল করতে পেরে খুব খুশি।’

রোনালদোর গোলের ৮ মিনিট পর বক্সের মধ্যে আবহা হ্যান্ডবল করলে রেফারি ভিএআরে পেনাল্টি দেন। ৮৬ মিনিটে তালিস্কা করেন গোল। ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলে আবহা। তাদের খেলোয়াড় জাকারিয়া সামি আল সুদানি লাল কার্ড দেখেন। 

এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমালো আল নাসর (৪৯)। আল ইত্তিহাদ (৫০) তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে।

এই বিভাগের অন্য খবর

Back to top button