সংস্কৃতি কর্মকান্ড ও যাত্রাপালার জন্য পূর্বানুমতির কোন প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

সংস্কৃতি কর্মকান্ড ও যাত্রাপালার জন্য পূর্বানুমতির কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম.খালিদ। তিনি বলেন, যাত্রাপালা করবেন যদি কেউ বাধা দেয় তাহলে সরাসরি আমাকে ফোন দিবেন আমি নিজে আসবো সেখানে।
দুপুরের বগুড়া সার্কিট হাউজে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গনমাধ্যম কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বগুড়া শহীদ মিনার পুন:নির্মানের জন্য জেলা পরিষদের মাধ্যমে ৫০ লক্ষ টাকা ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ২০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু,জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়ার কষ্টোডিয়ান রাজিয়া সুলতানা,জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।