জাতীয়প্রধান খবর
সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

হিজরি ১৪৪৪ সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বৈঠক হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনাতে সবাইকে অনুরোধ করা হয়েছে।